Monday, 5 December 2016

বিজয় উৎসব

বাংলাদেশের  বিজয় উৎসব মাসে
আপনাদের জানাই উষ্ণ  অভিনন্দন।

জয় জয় বাংলাদেশ

শ্যামল  সোম

সুস্বাগতম সুপ্রভাতে শুভক্ষণ
সূর্যোদ্বয়ের নূতন ভোরে কেন
আজও  ব্যথিত হয়ে এবৃদ্ধ মন,
সচক্ষে দেখা উনিশো একাত্তরের
মানুষের স্বাধীনতার সংগ্রাম, ব্রজ
কন্ঠের উদাত্ত আহ্বানে হিন্দু ও
মুসলমানের রক্তে রঙ লাল, খান
সেনাদের পৈশাচিক অত্যাচার
লক্ষ জননীর যোনি রক্তাক্ত ধর্ষিতার
আর্তনাদে, শিশুদের গলাপচা লাশ
বাংলাদেশের নদীর ধারে ধানের
আলের কাছে বিভিন্ন  শহরের খোলা
রাজপথে, নর্দমায় মাঠে ঘাটে সেনা
নিবাসে, ঝাউনিতে চলছিল উল্লসিত
নারকীয় নরকের কীটে দের উৎসব।
চোরা গোপ্তা বিশ্বাস ঘাতকের শয়তানের
ছুরিকাঘাতে জননীর কোল শূন্য করে।
এলো দুর্যোগের সেই ভয়ঙ্কর শিহরিত রাত
সেনা বাহিনীর গুপ্ত জবাইখানায় জল্লাদ
প্রস্তুত শানিত  অস্ত্র আলো আঁধারে চমকায়
যেন বাংলাদেশের আকাশে বিদূৎ কত প্রাণ
দিলেন আত্মবলিদান, কে আজ হিসেব রাখে?
সেই রাতের অন্ধকারে গুপ্ত কোনস্থানে দলবেঁধে
তাড়িত পশুর বাংলাদেশের বিখ্যাত লেখক কবি
নাট্যকার জাতীয় প্রফেসর শিক্ষক, বুদ্ধিজীবি
একে একে শিরশ্ছেদ, কতজন  আজ মনে
রেখেছে তাঁদের নাম?
কবি, লিখেছেন- " প্রয়োজন হলে দেব এক নদী রক্ত! "
মেঘনা, পদ্মা, তিস্ত, তিতাস,কীর্তনখোলা
নদীর বহমান স্রোতে ভেসে গেছে শত শত
মুক্তি যুদ্ধের সেনানীর লাশ, শহীদের রক্ত
স্মরণে নির্মিত শহীদ মিনারের প্রাঙ্গণে এস
মিলিত হয়ে উচ্চারিত হোক শপথ গ্রহণ
পালা, জয় বাংলা, বাংলাদেশ জননীর স্নেহ, সন্মান
ঐ নোলক  আর কখন যেন কালে গর্ভে না হারায়।

"জয় বাংলা ডাকে আনন্দে
উচ্ছাসে সবুজের পতাকার
মাঝে ভাষা শহীদের রক্তাক্ত
লাল হৃদয়ের উষ্ণ প্রতীক
স্বরূপ সবুজ লালের নিশান
বিজয়  উৎসবের আয়োজন
আপনাদের জানাই অভিনন্দন
কল্যাণ হোক আপনাদের সবার।

No comments:

Post a Comment