Monday, 5 December 2016

তুই আমার আদরের ছোট বোন


সুস্বাগতম  সুপ্রভাতে এই গ্রুপের সদস্য
সদস্যাদের জানাই অফুরন্ত ভালোবাসা।

তুই আমার আদরের ছোট বোন

শ্যামল  সোম

ঝর্ণা তোর সঙ্গে নিশ্চিত জন্ম
জন্মান্তরের ভাইবোন নয়তো
বাপ বেটির এক অলৌকিক
অবিশ্বাস্য হলেও সত্য এতই
তুই আর আমি এতো জানি।
শেকড়ের সন্ধান মুক্তা গাছে
গ্রামে ফেলেআসা ময়মনসিংহ
শস্য শ্যামলা বাংলাদেশ মাইয়া
তোরঐ নোলকপরা মুখ বাংলা
মায়ের ঢলঢল শাপলা ফুলরূপ
রাঙা ডালিম গালে টোল খেলে
সোমেশ্বরী নদীর বহমান জলে।
তুই কি ফেলে আসা পূর্ব বাংলা
পারিবারিক রক্তের ধর্মের শত
শত সহস্র বাধা সম্মুখীন সতত।
উন্মূখ ধ্বজাধারীর লোহিত রক্ত
চক্ষু উর্ধে উঠে জনসম্মুখে এবৃদ্ধ
দাদাভাইয়ের সাথে প্রখ্যাত কবি,
সাহিত্যিক কতশত আত্মীয়দের
কাছে আমার পরিচয়ের সূত্রধর
তুই বোন, সত্যিই বোন তোর স্পর্ধা
লিখনে শব্দের ব্যবহারে স্তম্ভিত হই।
কবিতার কি সাংঘাতিক শক্তিময়ী
মুক্তির যুদ্ধে তার সাহসিকতার তুই
লেলিহান শিখা,ও বোন তুই আমার
কবিতা তাই, মনের মালিন্য  কলুষিতা
মুছেযাক তোরআমার চোখের জলে।
মানবিকতার সপক্ষে কবিতাই তুই
আমার একান্ত আপনজন জীবনের
শেষ এই সৌন্দর্যের বিমুগ্ধ পৃথিবীর
ছিন্ন মায়াবন্ধন, প্রিয়জন কাছ হতে
বিদায় মূহুর্তে আমার অন্তিম প্রাপ্তি
শ্মশাণ যাত্রা পথে শত বোন জননী
স্নেহ ভালোবাসাই তো আমার পাথেয়,
ভালো থাকিস, ভালো রাখিস বাংলা
দেশ, সারা পৃথিবীর মানুষকে পাখি
ফুল নদী গাছ, আকাশকে ভালোবেসে।

No comments:

Post a Comment