30 নভেম্বর2016
ভালোবাসে ধুলায় আছি পড়ে
শ্যামল সোম
সংসারের শক্ত বাঁধন খুলে বেড়িয়ে পড়েছি সূর্যোদ্বয়ের ভোরে সুদূর হিমালয়ের গহন গহীন অরণ্যের মনের
ভিতরে ঘন্টার ধ্বনি শুনছি, চড়ৈ বতে চরৈ বতে চলতে থাকো এগিয়ে চল, জীবনের যাত্রা পথে কতশত
মানুষে সংস্পর্শে সুখে দুখের পরস্পরের কাছে এসে কত রকম অভিজ্ঞতাও অর্জন করেছি।
করবী ( মেহেরুনেসা সিদ্দিকী ) আমাদের পরস্পরের প্রেম দীর্ঘ পাঁচ বছরে সোনালি স্বপ্নের নানা রঙের
কঠিন বাস্তবের খাঁচা রইলো, তুমি মুসলিম আমি হিন্দু সামাজিক সমস্যার সমাধানের জন্য করবী আমি ফিরে
যাচ্ছি, চিরদিনের জন্য কখনই আর আমাদের দেখা হবে না, তুমি বলবে এতো পলায়ণ,
কীর্তন খোলা নদীর বহমান উজান স্রোতে কুলকুল ধ্বনি দুজনে ঘাসে শয্যায় শুনে পরস্পরের কাছে থেকে
শেষ বারের মতো আকাঙ্ক্ষিত জীবনের ব্যর্থতা গভীর আলিঙ্গনে পরস্পর পরস্পরকে জড়িয়ে,করবী
তোমার চোখের জলের বন্যায় আমার কষ্ট মনের মধ্যেই সীমাবদ্ধ রেখে চাইছিলাম তোমাকে আদরে
আদরে চুম্বনে গোপন রহস্য সন্ধানে সর্পিল পথে উষ্ণ স্পর্শে মুহুর্তে জন্য তোমার মধ্যে ক্ষণিকের
তুমুল উন্মাদনায় ভেসে যাক আপাতত শোক বিচ্ছেদের চরম হাহাকার, তোমার চোখে মুখে জ্বলে উঠল
যেন পূর্ণ পূর্ণিমার চাঁদের আলোয় উদ্ভাসিত, করবী তুমি আমার হৃদয়ের মরূদ্যানে প্রপাত সেই জলজ দেহে
গবগাহনে মুহুর্তের সুতৃপ্তি নিয়ে প্রেমে সুখানুভূতি দুজনে দুজনের পথে ঢাকা কাছেই মতিঝিলে আপন আলয়ে
আমি খন্ড হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অলকানন্দার অববাহিকায় পর্বত আরোহণে চাই উৎরাই
পথে বারেবারেই করবী তোমাকে স্মৃতি পাতা থেকে প্রাণের গভীর থেকে উৎখাত সমূলে নির্মূল করতে আজও
কেন ? কেন? কেন কেন? পারি না কেন তোমাকে ভুলতে, আজ তাই করবী তোমাকে
ভালোবেসেই ধুলায় আছি পড়ে।
No comments:
Post a Comment