Wednesday, 28 December 2016

আনমনা তুই

আমার ভীষণ পছন্দের লেখিকাকে  নিয়ে লেখা

আনমনা তুই

তোর বাঁশিওয়ালা শ্যামল সোম

অনু আছিস কেমন ভালো তো
এই তোর দাম্পত্য জীবন যাপন
দেখ, অনু ভালো থাকাটাই সব।
জানিস তো  কোলকাতায় এত
ভীষন কলরব, বড় ক্লানিকর।
তৃষিত প্রাণের অস্তিত্ব নেই আজ,
কল্লোলিনী নাচে গানে উন্মাদিনী।
কোলকাতা আসন্ন দুর্গা পুজোয়
আলোর চোখ ধাঁধানো রোশনাই
জানিস বাজবে চারদিকে সানাই ।
সে সানাই  এর সুরে মন পালাই
পালাই করে, পাগলি তোর জন্যেই
উদাসী মন মেঘের ঐ খেয়া বেয়েই
পৌঁছে যাই শেকড়ের সন্ধানে তোর
বাংলাদেশের কুমিল্লায়, গিয়ে শুনি
তুই চলে গেছিস অনেক বহুদূরে সে
অচিনপুরে, জানিস অনু কষ্ট হচ্ছে রে,
চোখে দেখা তাও দেখতে পেলাম না ?
কষ্ট পাই খুব কষ্ট পাই রে, সেদিন ঐ
শেষ সাক্ষাৎ চলে যাচ্ছি চিরদিনের
মতোন হারিয়ে যাবো কোলকাতার
প্রচন্ড ভীড়ে, সেদিন ঠিক এভাবেই
মুখ ফিরিয়ে রইলি অভিমানে না প্রেমের
বিরহে দূর ! কী আবোল তাবোল ভাবছি
ভালোবাসা কবে সেই কত যুগ আগে
মারা গেছে, ভালোবাসা হারিয়ে গেছে রে।
ভারাকান্ত হৃদয়ে ফিরি পথে পথে আনমনে।

POSTED BY JOURNEY OF SHYAMAL AT 8:06 PM NO COMMENT

No comments:

Post a Comment