Friday, 16 December 2016

ভালোবেসে বাংলাদেশে

সুপ্রভাতে বিজয় দিবস স্মরণে
অভিনন্দন শতসহস্র, এই গ্রুপের
সবাইকে শুভেচ্ছা অফুরন্ত, ভালোবাসা
ও মুগ্ধতা জানিয়ে রাখি  ও সবার জন্য,
আমার আন্তরিক শুভকামনা রইলো।

ভালো মানুষের খোঁজে বাংলাদেশে

শ্যামল  সোম

শিকড়ের টানে বারবার ফিরে আসা,
ময়মনসিংহ  এ ফুলপুরা সে কিসের
সন্ধানে, সোঁদমাটির গন্ধে  আকুল মন
সোমেরশ্বরী  নদীর ঐ জলে দিয়ে ডুব
অতলে, স্মৃতি ভাসমান, মনের মুকুরে।
বাংলাদেশে, বাংলাদেশের মানুষ  আমি
ভীষণ ভাবে ভালোবেসে ফেলেছি, তবু
শৈশবেই এখানেই আমার বাল্যপ্রেম
গ্রাম্য শস্য শ্যামলা, চির সবুজ সত্তর
বছরের সেই শান্ত স্নিগ্ধ ভোরের আকাশে
বিস্তীর্ণ ধূ ধূ মাঠে সবুজের মাঝে রক্তিম সূর্য।
চাচা গোফুর আলি, নানু মনসুর ভাই, নানীর
নলেন গুর রসে পিঠা, ঢাকাই পরটা, ফিরনি।
রফিক, কামরুল, ফারুক, বিষ্ণুর সাথে দল
বেঁধে নৌকা বেয়ে ভেসে যাওয়া দূর থাইকা
শুনি, " ও বন্ধু কই গেলা রে, পরাণ হইলো
খান খান, মাইথা উপরেই  একই  আসমান
ও- ও- বন্ধু- রে - কই গেইলা রে----" !

" ভালো মানুষের খোঁজে বাংলাদেশে "
এই শিরোনামে একটি স্ফুলিঙ্গে জ্বলে
উঠলো আমার হৃদয়ের আকাশে এরই
উপলব্ধি করতে জেলা থেকে  জেলায়
চলেছি এক আপনাদের মতো পাশে পেয়ে
ভীষণ ভালো লাগলো।
একজন ভালো মানুষের সংস্পর্শে এসে
"আমার ভালোলাগার  ভালো মানুষেরা
খুব  ভালো থাকুন।

একান্ত শ্যামল  সোমভালোবাসে বাংলাদেশে

শ্যামল  সোম

ভালো মানুষের  খোঁজে আসি বারে
বারে এই বাংলায়  বাংলাদেশে,ফিরে
চলে যেতে হয়, কাঁটাতারের বেড়ার
ওপারে,কেন এত বেদনা  অবাধ্য সময়ে।
কেন ফিরে ফিরে  আসা,  ভেসে
ভেসে  গঙ্গা থেকে  রূপবতী  পদ্মায়।
ভালো মানুষের  খোঁজে কখন পাবনায় দিলু,
ঢাকায় ইতি, শায়লা, কুষ্ঠিয়ায় মা ফারহানা,
শাহাজাদ পুরে জননী হালিমার স্নেহ ছায়া,
মুসাফির  মতো কখন রংপুরে নাবিলা কাছে
সিলেটে  জননী সুফিয়ার আদর যত্নে অতিষ্ঠ,
বাবা ডাক শোনার অপেক্ষায়  কন্যাহীন পিতা
আমার হৃদয়ে।
ঢাকায় বদরুল ভাই  আপন ভাইয়ের
চেয়ে কাছে এক ভালো মানুষের কাছে
আসা, ঠিক  এ ভাবে ভালোবাসার
অমোক টানে সালেক ভাইয়ের কাছে
থেকে অযাচিত দান গ্রহন অনীহায়
প্রেমের  ধমকে চোখে জল টল টল করে।
অতিথি  দেব ভব, ভারতে শুনেছি সকর্ণে
প্যাকটিকাল বেদান্ত পূঁথীগত বিদ্যা নয়।
দৈনন্দিন  ব্যবহারিক জীবনে  প্রতিফলন
অতিথি রূপে পঞ্চাশ বছর  আসা যাওয়ায়
হাজার আমার মা, জননী বোনেদের  এবং
ভাইয়েদের নিমন্ত্রণে দু চার জনের আত্মার
কাছাকাছি থেকে অভিজ্ঞতা আপন হৃদয়ে
স্থায়ী বাস করছেন দিলদার বিনদাস আমি
ভালো সত মানুষের  এক এক জন মুজতবা,
প্রেমিক শিক্ষক, প্রেমের কাব্যের প্রতি টানে
প্রতি বছর ছুটে যাই, এই সব ভালো মানুষদের
এঁরা মনজুর মুরসেদ ভাই, অখন ভাইজানের
অকৃত্রিম ভালবাসা এ ঋণ  আজীবন রয়ে যায়।
প্রাক্তন অবসর প্রাপ্ত পুলিশ অফিসার তাঁর 
নাসির সাহেব সংস্কৃতভাষা শিখে সনাতনে ধর্ম
তত্ত্ব অনুসন্ধানে দেশ বিদেশের  অনুষ্ঠানে বক্তব্য
পেশ করে আনন্দে সদা হাস্য মুখ। 
ঐ মীরপুরে শিলুর কন্ঠে স্বরচিত কবিতা পাঠ
ছন্দের আনন্দে অপেক্ষায়  থাকে মন, প্রতীক্ষিত
জননী কখন তাঁর বাহাত্তর বছরের খোকা ফিরবে,
গোবিন্দ গঞ্জে শান্তা ও ডলির স্নেহের পরশ, পেতেই
ভালো মানুষের খোঁজে এই  আমার  পারাপার।

No comments:

Post a Comment