কাব্য বন্ধনে আবদ্ধ বোন
শ্যামল সোম
কাব্য কবিতার সাথে প্রেমের সম্পর্ক
বোনের শৈশব থেকেই আমার এ গর্ব,
বোনের এই চর্চার জন্য স্বামী উৎসাহ
মানুষের সেবার ফাঁকে সংসারে নাও
সঠিক পথে পরিচালন, দারিদ্র অসুস্থ
রোগীর পরিষেবা দেওয়ার পরে, স্বাস্থ্য।
স্বামী সন্তানের প্রতি জননীর বৃক্ষের মত
আচ্ছাদিত বোনের সংসারে আজ বিহত,
অনুষ্ঠান ফুলের স্তবকের শুভেচ্ছা বন্যা।
বোন আমার আজ সাহিত্যে অবদানের
পুরস্কার লাভ করে গর্বিত করেছে তাঁরে
যিনি অকুন্ঠ সহযোগিতা, ভালোবাসায়
বিবাহিত জীবনে পরস্পরের পরিপূরক
পরিপূর্ণ মানুষ ও মানসীর কাব্যিক প্রেম
বয়ে আনলো আনন্দ সংবাদ শ্রেষ্ঠ এই
সন্মান বোনের এ উচছসিত সংসারে যেই
প্রবেশ করলো আমার মন,ভরে ওঠে খুশিই।
No comments:
Post a Comment