Sunday, 4 December 2016

হারানো বোনকে ফিরে পাওয়া

হারানো বোনকে ফিরে পাওয়া

                        ( মৌসুমীকে  উৎসর্গিত)

বাংলাদেশ থেকেই
ভেসে ডাক,
ধ্বনিত শব্দে
হৃদয়ের  তন্ত্রী
উঠে ঝঙ্কার !
" দাদাভাই "
বলে মৌসুমীর
এই ডাক কেন
কেন কেন কেন
মনে হয় ঐ ডাকে
ডেকে ছিলে বোন
পূর্ব না এ জন্মে।
ঐ দাদাভাই ডাক
শুনে,স্মৃতির তল
কেন আসে জল
হারানো বোনকে
ফিরে পাওয়ার
কেন দু -নয়ন
ছলছল টল টল।
শেষ লগ্নে বোন
তোমাকে দিয়ে
গেলাম, নীল
আকাশ, কীর্তন
খোলা নদী,
নবীন প্রভাত
তোমারই কাব্যের
প্রপাতে নদী হও
নারী কল্যান করো
সে আমার ছোট বোন
মৌসুমী।

No comments:

Post a Comment