আমার আন্তরিক অভিনন্দন জানাই।
বোন যখন জননী
শ্যামল সোম
বোন তুমিই তো জননী
তোমাকে জানাই ক্ষোভ,
কবিতার প্রেমে 1958তে
পড়েছিলাম কৈশোরে প্রারম্ভে
যৌবনে কবিতার সাথে মোর
পথ চল বার্ধক্যে আজও এই
জরাগ্রস্ত দেহে কবিতাকে
ভালোবেসে বহাল শরীরে
স্ফূর্তিতে উৎফুল্ল আনন্দে
ছিলাম, হঠাৎই আলোড়িত
মনে কাল মেঘের বজ্রপাত।
জননী তুমি ছাড়া কে আছে
আপন, তাই বলি বোন শোন
তোকে, তোমাকে আজ জানাই
আমার হৃদয়ের গোপন কথা
বোন কখন তো তুমি জননী
হও এই বৃদ্ধ দাদাভাইয়ের ।
তাই তোমাকেই জানাই বোন
আমার মনের আক্ষেপ বার্তা।
মাগো, মা, কবি হওয়া আশা
আমার পূর্ণ হয়নি এখন আমার,
বাসনা, অমর কাব্যের আঙিনায়
কাব্যের পরাচীন অচীন গাছের
ছায়ায় কাব্যের দেবী তুমি দাঁড়িয়ে।
এ অভাগাকে আশীর্বাদ করো মা
মাগো শেষ লগ্নে ক্ষণিকের তরে
একটি কবিতা যেন লিখতে পারি।
বোন জননীর মনের মত একটি
সার্থক সর্বাঙ্গীণ, নান্দনিক, চর্চায়
কাব্যিক ছন্দে ধ্বনিত শব্দে শব্দে
চিত্রকল্পে কবিতা লেখা হল না।
আমার লিখতে না পারার যন্ত্রণায়
অসহ্য বেদনায় গভীর অকুলতায়
মা মাগো একা একাই অতি গোপনে
নিঃশব্দে কাঁটাতারের এপারে শহর
কোলকাতার বিনিদ্র নির্জন রাতে
কাঁদি, আঁচলে মুছিয়ে দিতে কাছে
নেই কেউ,জননী বহুদূরে আছো ভুলে।
তোমাদের শৈল্পিক মননশীল কাব্যিক
পরশ পাথর ছুঁইয়ে দাও একবার মাগো।
No comments:
Post a Comment